Sadat Alam Protik

নাম
সাদাত আলম প্রতীক
স্বভাব
Compassionate
মাঠে পজিশন
খেলাই পারি না, তার আবার পজিশন 😂, গোলকিপার থাকতাম, আর মাঝে মাঝে কিছু বন্ধু ডিফেন্সে খেলতে দিতো আমাকে ।
জার্সি নাম্বার
৮৪
প্রিয় ফুটবলার
প্রিডেটর্সের খেলোয়াররা
এফসি প্রিডেটর্সে কবে থেকে খেলছেন?
স্পষ্ট মনে নেই, খুব সম্ভবত ২০২১ সাল থেকে
এফসি প্রিডেটর্সে খেলা শুরু কিভাবে হয়েছিল?
আমাদের এক বন্ধু আছে যশোরে । নাম ইকবাল । ও একদিন ঢাকায় আসে, তখন সোহান লাবিব আর অনিক আমাকে কল করে বলে, ইকবাল আসছে, বিকেলে বের হইস । বিকেলে বের হয়ে দেখি সোহানের কাধে ব্যাগ । ব্যাগে কি আছে জিজ্ঞাসা করতেই জানালো ফুটবল । মাঠে যেয়ে ওরা তিনজন খেলতে লাগলো, আর আমি ভিডিও করতে লাগলাম । মাঝে কিছুক্ষণের জন্য নেমেওছিলাম হয়তো । তারপর বলেছিলাম এরপর খেলতে আসলে জানাইস আমাকে । ধীরে ধীরে প্লেয়ার বাড়তে থাকে । সত্যি কথা বলতে ওই তিনজন থেকে কিভাবে যে এতো প্লেয়ারওয়ালা এফসি প্রিডেটর্স-এর জন্ম হলো টের-ও পাইনি ।
এফসি প্রিডেটর্সে খেলে কেমন লেগেছে?
ঘর থেকে বলটা কাধে নিয়ে বের হওয়া, রোদ থাকলে একটু উষ্ণতা গায়ে মেখে হেটে যাওয়া, বৃষ্টি হলে খেলতে না যেতে পারার কষ্ট পাওয়া, শীতকালে আঘাতের অনুভুতি বৃদ্ধি পাওয়ায় আতংকিত হওয়া, প্রতিদিন অনিক, সোহান কিংবা লাবিবকে বলা 'বের হলে জানাইস', একসাথে কতো গল্প (বেশিরভাগ অফিসার হওয়ার প্রচেষ্টার গল্প) করতে করতে মাঠের দিকে যাওয়া, আবার একই গল্প শুনতে শুনতে ফেরা, কখনও বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজে খেলা, ফেরার পথে মেডিকেলের পাশে যাত্রী ছাউনিতে বসে গল্প করা ইত্যাদি আরও কতকিছু এক অসাধারণ অনুভুতি যা ভাষায় অপ্রকাশ্য । ওয়েট, প্রশ্নটা ছিলো খেলে কেমন লেগেছে তাইতো? কথা হচ্ছে খেলতাম কম, দাড়িয়ে থাকতাম বেশি । তবে হ্যাঁ, বল কাছে আসলে ভয় পেতাম, গোল হইলো বলে । বাট কিভাবে কিভাবে ঠেকায় ফেলতাম । কিন্তু যদি বাই চান্স গোল খেতাম, নিজেকে দোষারোপ করতাম আর গিল্ট ফিল করতাম । গিল্ট ফিলের কারণে এমনও হইতো, আগের গোলের কষ্টে ৩-৪ মিনিট পর আবার গোল খেতাম 😅। তবে অন্যান্যদের খেলা দেখে হা করে তাকিয়ে থাকতাম আর ভাবতাম এরা কিভাবে পারে এতো জোস খেলতে!!
প্রিডেটর্সের কোন বন্ধুর খেলা আপনার সবচেয়ে ভালো লাগে? এবং কেন?
সবার খেলাই ভালোলাগে, আলাদা করে কারো কথা বলার নেই । তবে যদি বলতেই হয় একজনের খেলা খারাপ লাগে সেটা বলতে চাই । ওর খেলা দেখলে আমার মেজাজ গরম হয়ে যায় । মেজাজ গরম হওয়া অস্বাভাবিক না, তবে অন্যান্য কারও মেজাজ খারাপ হতে দেখি না । কি জানি, হয়তো মনে মনে ওদেরও মেজাজ খারাপ হয় । সেই মানুষটা আমি নিজেই ।
যদি কখনো এমন হয়, যে আপনি অনেক বড় একটি ক্লাবের প্লেয়ার হলেন, সেটা হতে পারে পিএসজি, বার্সেলোনা ইত্যাদি। আপনাকে বলা হলো, প্লেয়ার শর্টেজের কারণে আপনার প্রিডেটর্সের কোন একজন বন্ধুকে ক্লাবে ঢোকাতে হবে । আপনি কাকে ঢোকাবেন? এবং কেনো?
প্রথমত আমি আর ক্লাবের প্লেয়ার, ভাবনাতীত । তবু ভাবলাম হয়েছি, এরপর ওই ক্লাব থেকে বাকি প্লেয়ারদের সরায় দিয়ে প্রিডেটর্স-এর সবাইকে ঢুকাবো ।
প্রিডেটর্সে আপনার সবচেয়ে কাছের বন্ধু কারা?
আমি যখন যেখানে থাকে, সেখান থেকে যে বন্ধুর সরন সবচেয়ে কম, সেই বন্ধুই আমার ক্লোজ 😆(kidding)
সবাই ক্লোজ আমার, কেউ আমার ক্লোজ ভাবুক আর নাই-ই ভাবুক ।
ধরুন আপনি বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে গোল করছেন । আপনার কোন বন্ধু গোলরক্ষক থাকলে আপনি বেশি দুশ্চিন্তায় থাকবেন?
প্রিডেটর্স-এর সবগুলোই । তবে কয়েকজনের নাম উল্লেখ করি, ফাহিম, সাফওয়ান, শিহাব, হাসিন, রাওফির, আরিফ, ফেরদৌস ইত্যাদি ।
কোনদিন আপনার প্রিয় খেলোয়াড় এবং আপনার প্রিয় বন্ধু যাকে আপনি একটু আগে ক্লাবে নিলেন, এই দুজনের একজনকে মে*রে ফেলতে হবে এমন সিচুয়েশন হলে কাকে বাছবেন এবং কেনো?
আমি নিজে এই গাধার মতো প্রশ্নটা কেনো করসি জানিনা । কিন্তু সত্যিই এমন যদি হয়, তবে আমি ডিসিশন দেয়ার আগে নিজেই মরে যাবো ।
একদিন এই ক্লাব থাকবে না । ইতোমধ্যেই ক্লাবটির আধা শেষ। ভবিষ্যতে কতটা মিস করবেন ক্লাব ও ক্লাবের বন্ধুদের?
আমি আর খেলি না এই ক্লাবে, যেহেতু আমি এখন দূরে থাকি । প্রতিনিয়ত মিস করি । আশা করি যারা আছে ওরা রেগুলার খেলবে আর ক্লাবটাকে উজ্জীবিত রাখবে । তাছাড়াও, খেলা না হলে যে ক্লাব থাকবে না, এই শর্ত তো জুড়ে দেয়া নেই কোথাও, সো, আমরা প্রিডেটর্স ছিলাম, আছি এবং থাকবো!!
নিজ থেকে মনের ভাব লিখে যান আপনার বন্ধুদের উদ্দেশ্য
আলাদা করে মনের ভাব লিখবো আর কি, সব আমি হোম পেইজেই লিখে । আমার বন্ধুরাই জানে বন্ধুদের প্রতি আমার ভালোবাসা কতটুকু, তাই আশা করি আর বলতে হবে না কতোটা মিস করবো । সবাই যে যেখানে থাকে যেনো ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে, সর্বোপরি সুখী জীবন-যাপন করে এই প্রত্যাশা আমি সর্বদাই করি । তবে আমি হয়তো অনেকের সাথে ভুল করে ফেলেছি, সেগুলোর জন্য ক্ষমাপ্রার্থী । স্বচ্ছন্দে আমাকে আমার ভুলগুলো বলতে পারেন, আমি সানন্দে সেগুলো শুনবো এবং মাথায় রাখবো ।