Md Labib Al Rifat

নাম
লাবিব আল রিফাত
স্বভাব
Confident
মাঠে পজিশন
Centre Back (defense)
জার্সি নাম্বার
১৭
প্রিয় ফুটবলার
ফিরজিল ফন ডাইক
এফসি প্রিডেটর্সে কবে থেকে খেলছেন?
2019 থেকে.....আমি FC Predators এর একজন প্রতিষ্ঠাতা সদস্য।
এফসি প্রিডেটর্সে খেলা শুরু কিভাবে হয়েছিল?
FC Predators শুরুর আগেই আমি অনিক আর সোহান ফুটবল নিয়ে মাঠে পাসিং খেলতাম....মূলত সেখান থেকেই আমরা 3 জন উদ্যোগ নিয়ে FC Predators শুরু করি এবং ধীরে ধীরে বাকি সদস্য রাও আমাদের সাথে যুক্ত হয়।
এফসি প্রিডেটর্সে খেলে কেমন লেগেছে?
এটি অসাধারণ অভিজ্ঞতা.....আমার অনেক ভালো লাগছে প্রিডেটরস এর সদস্য হয়ে ও এখনে খেলতে পেরে
প্রিডেটর্সের কোন বন্ধুর খেলা আপনার সবচেয়ে ভালো লাগে? এবং কেন?
আমার কাছে আমার বন্ধু অনিকের খেলা সবচেয়ে বেশি ভালো লাগে ......যদিও তার উন্নতির অনেক জায়গা এখনো রয়েছে.....সে ভালো পাসিং খেলতে পারে বিধায় তার খেলা আমার ভালো লাগে।
যদি কখনো এমন হয়, যে আপনি অনেক বড় একটি ক্লাবের প্লেয়ার হলেন, সেটা হতে পারে পিএসজি, বার্সেলোনা ইত্যাদি। আপনাকে বলা হলো, প্লেয়ার শর্টেজের কারণে আপনার প্রিডেটর্সের কোন একজন বন্ধুকে ক্লাবে ঢোকাতে হবে । আপনি কাকে ঢোকাবেন? এবং কেনো?
আমি অনিক কে ঢোকাবো কারণ আমার মনে করি অনিকের ফুটবল সম্পর্কে ধারণা যেটাকে বলে playing sense... আমাদের সবার চেয়ে অনেক বেশি.....সেখানে যেয়ে অনিক আমাদের প্রিডেটরস কে উপস্থাপন করতে পারবে বলে আমার বিশ্বাস।
প্রিডেটর্সে আপনার সবচেয়ে কাছের বন্ধু কারা?
অনিক, সোহান, নাহিদ, সিয়াম, রাফি
ধরুন আপনি বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে গোল করছেন । আপনার কোন বন্ধু গোলরক্ষক থাকলে আপনি বেশি দুশ্চিন্তায় থাকবেন?
প্রতীক
কোনদিন আপনার প্রিয় খেলোয়াড় এবং আপনার প্রিয় বন্ধু যাকে আপনি একটু আগে ক্লাবে নিলেন, এই দুজনের একজনকে মে*রে ফেলতে হবে এমন সিচুয়েশন হলে কাকে বাছবেন এবং কেনো?
আমি কাউকেই মারবো না .....।
একদিন এই ক্লাব থাকবে না । ইতোমধ্যেই ক্লাবটির আধা শেষ। ভবিষ্যতে কতটা মিস করবেন ক্লাব ও ক্লাবের বন্ধুদের?
অনেক বেশি মিস করবো.....প্রতিদিন বিকেল হলেই ছুটে যাওয়া আমাদের সেই মাঠে....মাগরিবের আজানের পর ও খেলা চালিয়ে যাওয়ার.....খেলা শেষে ক্লাবের বন্ধুদের সাথে দিনের পারফরম্যান্স বিচার করা......এই জিনিস গুলো সত্যি তাড়া করে বেড়াবে আমাকে যখন এই ক্লাব থাকবে না।
নিজ থেকে মনের ভাব লিখে যান আপনার বন্ধুদের উদ্দেশ্য
আমার বন্ধুরা যথেষ্ট ভদ্র এবং ভালো মানসিকতার অধিকারী.....আমি সর্বদাই তাদের মঙ্গল কামনা করি.....এবং আল্লাহর নিকট দোয়া করি যেন আমাদের এই বন্ধুক্ত সারা জীবন অটুট থাকে।