Faisal Mahmud Asif

নাম
ফয়সাল মাহমুদ আসিফ
স্বভাব
Ambivert
মাঠে পজিশন
Right Wing
জার্সি নাম্বার
৩০
প্রিয় ফুটবলার
লিওনেল মেসি
এফসি প্রিডেটর্সে কবে থেকে খেলছেন?
সাল ২০২২ এর জানুয়ারি
এফসি প্রিডেটর্সে খেলা শুরু কিভাবে হয়েছিল?
সবই ছোটবেলার বন্ধু! মাঝে যশোরে না গেলে প্রিডেটর্সের প্রথম দিককার মেম্বারই হতাম।
এফসি প্রিডেটর্সে খেলে কেমন লেগেছে?
সেরা
প্রিডেটর্সের কোন বন্ধুর খেলা আপনার সবচেয়ে ভালো লাগে? এবং কেন?
অনিক। ফুটবল সেন্স অনেক ভালো। যে কারোর সাথেই ও কম্বিনেশন তৈরি করে নিয়ে খেলতে পারে।
যদি কখনো এমন হয়, যে আপনি অনেক বড় একটি ক্লাবের প্লেয়ার হলেন, সেটা হতে পারে পিএসজি, বার্সেলোনা ইত্যাদি। আপনাকে বলা হলো, প্লেয়ার শর্টেজের কারণে আপনার প্রিডেটর্সের কোন একজন বন্ধুকে ক্লাবে ঢোকাতে হবে । আপনি কাকে ঢোকাবেন? এবং কেনো?
অনিক। মিডফিল্ডে ও খেললে এটাকারদের সুবিধা হত অনেক। এই শালা সব পজিশনেই খেলতে পারে।(গোলকিপারটাই বাদ আছে খালি)
প্রিডেটর্সে আপনার সবচেয়ে কাছের বন্ধু কারা?
অনিক, নাহিদ এরা একদম নেংটা কালের বন্ধুই বলা যায়! এছাড়াও ফাহিম, লাবিব, সিয়াম, সোহান। এরাও যশোর থেকে ক্লোজ। রাফি, নিলয়দের সাথে ঢাকা এসে পরিচয়। বর্তমানে সবচেয়ে ক্লোজ বললে ফাহিম, অনিক, নাহিদ, রাফি, শারাফাত।
ধরুন আপনি বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে গোল করছেন । আপনার কোন বন্ধু গোলরক্ষক থাকলে আপনি বেশি দুশ্চিন্তায় থাকবেন?
ফাহিম
কোনদিন আপনার প্রিয় খেলোয়াড় এবং আপনার প্রিয় বন্ধু যাকে আপনি একটু আগে ক্লাবে নিলেন, এই দুজনের একজনকে মে*রে ফেলতে হবে এমন সিচুয়েশন হলে কাকে বাছবেন এবং কেনো?
কাউকেই না! উলটা যে ব্যাটা এই শর্ত দিবে, ওরেই পুলিশে দিবো নাইলে নিজেই গুলি করবো।
একদিন এই ক্লাব থাকবে না । ইতোমধ্যেই ক্লাবটির আধা শেষ। ভবিষ্যতে কতটা মিস করবেন ক্লাব ও ক্লাবের বন্ধুদের?
আরে থাকবে চীল! রেগুলার খেলা না হইলেও ক্লাবের অস্তিত্ব থাকবে প্যারা নাই।
নিজ থেকে মনের ভাব লিখে যান আপনার বন্ধুদের উদ্দেশ্য
নেক্সট ম্যাচ কবে! তাত্তাড়ি একটা ম্যাচ ফেলা টার্ফে! জিততে হবে। সাফওয়ানদের সাথেও প্রতিশোধ ম্যাচ বাকি আছে!